odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ ৭ নভেম্বর-ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ November ২০১৮ ০১:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ November ২০১৮ ০১:০৮

অধিকারপত্র ডেক্স: ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ৭ নভেম্বর (বুধবার) ফের সংলাপে বসবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১১টায় গণভবনের ‘ছোট পরিসরে’ এ সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (০৪ নভেম্বর) রাতে গণভবনে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী সংলাপের বিষয়ে উদার। আমরা ৭ তারিখের মধ্যে যতটা সম্ভব বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবো। বিভিন্ন দল সংলাপ করতে চাইছে। ৭ নভেম্বরের পর আর সংলাপ সম্ভব নয়।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্যারোলে মুক্তির বিষয় কেন আসবে। নিকট আত্মীয় কেউ মারা গেলে বা বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে প্যারোলে আবেদনের বিষয়টি আসতে পারে। উনি কি প্যারোলে মুক্তি নিয়ে নির্বাচন করবেন? এটাতো হতে পারে না।

এর আগে সোয়া আটটার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের শরিক নেতারা ১০টা পর্যন্ত বৈঠক করে।



আপনার মূল্যবান মতামত দিন: