odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাজৈরে বিএনপির ৭ নেতা আওয়ামী লীগে যোগদান করলেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ November ২০১৮ ২৩:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ November ২০১৮ ২৩:২৫

মাদারীপুর, রাজৈর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপির সাত নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুরে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের রাজনৈতিক কার্যালয়ে এসে মন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খানকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ওবাইদুর রহমান কালু খান।

আওয়ামী লীগের যোগ দেওয়া নেতারা হলেন-রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিম বক্স, সহ-সভাপতি এম এ মান্নান মিয়া, রাজৈর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মিয়া, সহ-সভাপতি সৈয়দ গোলাম কুদ্দুস, রাজৈর পৌরসভা বিএনপির নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য গিয়াসউদ্দিন মিয়া, এস এম আবুল হোসেন ও ফজলুর রহমান। ওবাইদুর রহমান কালু বলেন, তাদের আমরা অনানুষ্ঠানিক ভাবে গ্রহণ করে নিয়েছি। মন্ত্রী মাদারীপুরে এলে আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হবে।

এসময় আরো মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন, সুজন হোসাইন রিফাতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম বলেন, রাজৈর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। তাদের আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: