odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা

Admin 1 | প্রকাশিত: ৩০ March ২০১৭ ১৩:১৯

Admin 1
প্রকাশিত: ৩০ March ২০১৭ ১৩:১৯

ভূমধ্যসাগরে আবারও শরণার্থী নৌকাডুবির ঘটনায় প্রায় ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে ওই নৌকার উদ্ধার যাওয়া একমাত্র যাত্রী ১৬ বছরের গাম্বিয়ার একটি ছেলে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম)  বুধবার একথা জানিয়েছে।

মানবিক উদ্ধারকাজে নিয়োজিত একটি জাহাজ ওই ছেলেটিকে মঙ্গলবার সাগরে একটি জ্বালানি ট্যাংক ধরে ঝুলে থাকতে দেখতে পায়। তখন তাকে উদ্ধার করে প্রথমে ইতালির উপকূলরক্ষীদের জাহাজে দেওয়া হয় এবং পরে স্প্যানিশ একটি জাহাজে করে বুধবারে নেওয়া হয় সিসিলি দ্বীপ ল্যাম্পেডুসায়।

ল্যাম্পেডুসা দ্বীপে কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর আইওএম এর মুখপাত্র বলেন, “সে বলেছে প্রত্যেকেই মারা গেছে। তবে ইতালীয় উপকূলরক্ষীরা আর কাউকে উদ্ধার করতে পারে বলে এখনও কিছু আশা আছে।”

“ছেলেটি বলেছে, তারা লিবিয়ার সাবরাথা থেকে কয়েকদিন আগে ১৪৭ জন সাব-সাহারান আফ্রিকানকে বহনকারী একটি রাবারের নৌকায় করে সাগরে যাত্রা করেছে। যাত্রীদের মধ্যে ৫ শিশু এবং কয়েকজন গর্ভবতী নারীও ছিল।”

গত দু’দিনে ইতালির উপকূলরক্ষীরা ১১শ’র বেশি শরণার্থীসহ একজনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে। তবে সর্বশেষ ওই নৌকাডুবির ঘটনার ব্যাপারে তারা কিছু জানায়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন: