odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিনা বেতনে ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প

Admin 1 | প্রকাশিত: ৩১ March ২০১৭ ০০:২৭

Admin 1
প্রকাশিত: ৩১ March ২০১৭ ০০:২৭

ইভাঙ্কা ট্রাম্প তার বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তবে এ জন্যে তিনি কোন বেতন নেবেন না। বুধবার হোয়াইট হাউজ একথা জানায়।
ইভাঙ্কার স্বামী জারেড কুশনারও প্রেসিডেন্টের সিনিয়র সহকারি হিসেবে কাজ করছেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী কুশনারও কোন বেতন-ভাতা নিচ্ছেন না।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ‘ইভাঙ্কা ট্রাম্প প্রেসিডেন্টের প্রথম কন্যা হিসেবে বাবাকে সহযোগিতার জন্যে নজিরবিহীন এ দায়িত্ব নিতে সম্মত হওয়ায় আমরা আনন্দিত।’
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইভাঙ্কা ট্রাম্পকে নিয়মিতভাবে হোয়াইট হাউজে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। সেখানে তিনি ইতোমধ্যে একটি অফিসও নিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: