odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

হাতবোমা বিস্ফোরণ, কুমিল্লার এক কেন্দ্র স্থগিত

Admin 1 | প্রকাশিত: ৩১ March ২০১৭ ০০:৩০

Admin 1
প্রকাশিত: ৩১ March ২০১৭ ০০:৩০

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে সরকারি সিটি কলেজের পুরুষ কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সিটির ২১ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রে ২ হাজার ৭৭২ জন পুরুষ ভোটার রয়েছেন। বেলা ১২টা পর্যন্ত সেখানে প্রায় নয়শ ভোট পড়েছে বলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান।

 তিনি বলেন, “এ কেন্দ্রের পরিস্থিতি প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট বন্ধ করা হয়েছে। কেন্দ্রে যে ভোট পড়েছে তা আর গণনা হবে না, বাতিল হয়ে যাবে।”

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর পর বেলা সাগে ১১টার আগে আগে ওই কেন্দ্রের বাইরে তিনটি হাতবোমা ফাটানো হয়। এ সময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন কেন্দ্রে ঢুকে ব্যালট নিয়ে সিল দিয়ে বাক্স ভরার চেষ্টা করেন বলে নির্বাচন কর্মকর্তারা জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: