odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী টিলারসনের তুরস্ক সফর

Admin 1 | প্রকাশিত: ৩১ March ২০১৭ ০৭:৫৬

Admin 1
প্রকাশিত: ৩১ March ২০১৭ ০৭:৫৬

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী টিলারসন বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে বৈঠকের প্রাক্কালে তিনি আঙ্কারায় পৌঁছালেন। এদিকে তুরস্ক ওয়াশিংটনের নতুন প্রশাসনের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।
গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে তুরস্ক সফরে যাওয়া সবচেয়ে সিনিয়র আমেরিকান কর্মকর্তা হচ্ছেন টিলারসন। আঙ্কারায় টিলারসনের তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসগলুর সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে।
ন্যাটোর এ মিত্র দেশের কর্মকর্তারা জানান, মন্ত্রিরা সিরীয় সংঘাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। দেশটিতে সাত বছর ধরে সংঘাত চলছে।
তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের সামরিক অভিযান সমাপ্তের ঘোষণা দেয়ার পর তিনি এ সফরে গেলেন।
তুরস্কের কর্মকর্তারা আশা করছেন, ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটনের সাথে আঙ্কারার সম্পর্কের উন্নতি ঘটবে এবং এ লক্ষ্যে তারা চেষ্টাও করে যাচ্ছেন।
উল্লেখ্য, ট্রাম্পের সিআইএ প্রধান মাইক পপে¥ও তার প্রথম বিদেশ সফরে গত মাসে আঙ্কারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: