odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৮ ১৭:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৮ ১৭:২৭

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

'শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ' শীর্ষক এই ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এফবিসিসিআই।

প্রধানমন্ত্রী এসময় বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে। জনগণ তাদের পছন্দের সরকারকে ভোটের মাধ্যমে বেছে নেবে।

তিনি বলেন, ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। আর এ ব্যবসা বাণিজ্য সম্পসারণে সরকার কাজ করছে।

এসময় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতারা আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত আছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রবীণ ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, রোকেয়া আফজাল হোসেন, মীর নাসির হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন: