odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বার্লিনের ট্যালেন্ট প্রোগ্রামে দুই বাংলাদেশি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ January ২০১৯ ১৮:১৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ January ২০১৯ ১৮:১৩


বিনোদন ডেস্ক

বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনেল ট্যালেন্ট প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন চলচ্চিত্র নির্মাতা হুমাইরা বিলকিস ও সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশ।

হুমাইরা ‘বিলকিস অ্যান্ড বিলকিস’ স্বল্পদৈর্ঘ্যের জন্য এ প্রোগ্রামে আবেদন করেছিলেন। আর পলাশ এর আগে ‘জালালের গল্প’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন।

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে নতুন নির্মাতাদের জন্য। যেখানে ডক, পাণ্ডুলিপি, স্বল্পদৈর্ঘ্য ও ট্যালেন্ট প্রজেক্ট মার্কেটের জন্য প্রতিভাবানদের সুযোগ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে হুমাইরা বিলকিস বলেন, ‘সত্যিই আমি রোমাঞ্চিত। এটা অনেক বড় একটি প্ল্যাটফর্ম।’

হুমাইরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করছেন। অপরদিকে পলাশ সিনেমাটোগ্রাফির পাশাপাশি ভিডিওচিত্রী হিসেবে বিবিসির সঙ্গে যুক্ত আছেন।



আপনার মূল্যবান মতামত দিন: