odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

অপূর্বের সঙ্গে দুই লাক্সসুন্দরী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ February ২০১৯ ২৩:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ February ২০১৯ ২৩:০০

স্টাফ রিপোর্টার

'মনে প্রাণে যখন কেউ কাউকে পেতে চায়, তখন তাকে পাবার জন্য দিনরাত এক করে ফেলেন। তখন তার আশপাশে আশীর্বাদ হয়ে আসেন স্বয়ং সৃষ্টিকর্তা'।

নতুন টেলিছবির গল্প প্রসঙ্গে এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

‘মনেপ্রাণে’ নামে টেলিছবিতে কাজ করেছেন এই তারকা। যেখানে তার সহকর্মী হিসেবে থাকছেন লাক্সতারকা মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদ।

জাফরীন সাদিয়ার রচনা ও প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকটি নিয়ে মেহজাবীন বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে, প্রয়োজনে পরিকল্পনা চেঞ্জ হবে। কিন্তু উদ্দেশ্য ও গন্তব্য একটাই হওয়া উচিত। নাটকটি দেখার পর এভাবেই দর্শকদের ভাবাতে শেখাবে বলে আমার বিশ্বাস।’
আর অভিনেত্রী মৌসুমী হামিদের মতে, এটি অনুপ্রেরণার গল্প। রোমান্টিক ঘরানার এ টেলিছবিতে বিশেষ কিছু বার্তা থাকছে। যা অনেকের জন্য অনুপ্রেরণার হতে পারে বলে জানান এই অভিনেত্রী।
টেলিছবিতে আরও অভিনয় করছেন খালেকুজ্জামান, বিদ্যানাথ সাহা, আতিকুর রাহমান শিবলী, ফিরোজ, ফারুক, অনিক।
১৪ ফেব্রুয়ারি রাতে একুশে টিভিতে এটি দেখানো হবে। এছাড়া ‘জাফরীন স্টুডিও’ নামের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: