odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
আটপাড়া ডাক্তার বাড়ী প্রজন্ম পরিষদএকটি

মৃত্যু সংবাদ

gazi anwar | প্রকাশিত: ৫ February ২০১৯ ১১:৩২

gazi anwar
প্রকাশিত: ৫ February ২০১৯ ১১:৩২

আটপাড়া ডাক্তার বাড়ী প্রজন্ম পরিষদ
একটি মৃত্যু সংবাদ
———————-
আটপাড়া ডাক্তার বাড়ী প্রজন্ম পরিষদের প্রথম ডাক্তার বৃটিশ যুগে বার্মার রেংগুন প্রবাসী মরহুম ডা:আ:গনি সাহেবের ২য় মেয়ের ঘরের বড় নাতনী জৈনসার নিবাসী মরহুম মাওলানা শফিউদ্দীন সাহেবের স্ত্রী বেগম শামসুন্নাহার গত রবিবার (০৩.০২.১৯) তাহার বড় ছেলে মাওলানা ইলিয়াস সাহেবের আবদুল্লাহপুর বাসগৃহে সম্পূর্ন সুস্হদেহে আকস্মিকভাবে বাদ জহুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাযেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বৎসর।তিনি ২ ছেলে,২ মেয়ে,বেশ কয়েকজন নাতি নাতনী,আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আবদুল্লাহপুর মাদ্রাসা সংলগ্ন কবরস্হানে বাদ এ’শা জানাজা নামায শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।তার জানাজায় বিপুল সংখ্যক স্হানীয় মুছল্লী,মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং আত্নীয় স্বজন অংশ নেন এবং তার জন্য খাছ ভাবে তার মাগফেরাত কামনা করেন। ব্যক্তি জীবনে মরহুমা অত্যন্ত পরহেজগার এবং পর্দানশীন ছিলেন। স্বামী মাওলানা শফিউদ্দীন ছিলেন ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার ছাত্র,আজীবন দ্বীনের খেদমতে জীবন উৎসর্গকারী একজন বুজুর্গ আলেম ,বড় ছেলে মাওলানা ইলিয়াসও দেওবন্দে অধ্যয়ন করে বাবার আদর্শে উজ্জীবিত হয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে আবদুল্লাহপুর মাদ্রাসায় অধ্যাপনারত। মরহুমার মেঝভাই আলহাজ্ব মাওলানা মুফতী আব্দুর রউফ হাফিজাল্লাহু এদেশের একজন প্রখ্যাত আলেম এবং বিশিষ্ট মুহাদ্দীস,যিনি দেশের সর্বত্র ঢাকার হুজুর নামে খ্যাত।মরহুমার আত্নীয় এবং পারিবারিক বলয়ে অর্ধ শতাধিক হাফেজে কুরআন আছেন।
প্রজন্ম পরিষদের পক্ষ হতে মরহুমার পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই।।মহান আল্লাহ্ তাকে বেহেশ্ত নসীব করুন ।এই মহিয়সী পরহেজগার মহিলার আত্নীয়তার উছিলায় আল্লাহ্ আমাদের সকলকে পরকালে নাজাত দান করে বেহেস্তবাসী করুন। আমিন !



আপনার মূল্যবান মতামত দিন: