odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা ঝড় ও শিলাবৃষ্টি

gazi anwar | প্রকাশিত: ১৭ February ২০১৯ ১৪:৪২

gazi anwar
প্রকাশিত: ১৭ February ২০১৯ ১৪:৪২

 

আজ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে 
রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ধুলোধুসরিত নগরবাসীকে কিছুটা স্বস্তি এনে দিল এ বৃষ্টি।

১৭ ফেব্রুয়ারি রোববার সকালে রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে এই শিলাবৃষ্টি নামে। কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্ণিশ। এছাড়া এই হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভন্ন নিচু সড়কে পানি জমে বিঘ্ন ঘটছে যান চলাচলে। তবে এটা বর্ষাকালের মতো খুব বেশি সময় স্থায়ী হবে না।

বরং এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। ধুলোধুসরিত শহরে এই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে ধুলো, কিছু সময়ের জন্য নগরবাসী পাবে নির্মল বাতাস।



আপনার মূল্যবান মতামত দিন: