odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইসলাম ধর্ম, নবীজি কে নিয়ে অশালীন মন্তব্য করায় যুবক আটক

gazi anwar | প্রকাশিত: ২৬ February ২০১৯ ১২:১০

gazi anwar
প্রকাশিত: ২৬ February ২০১৯ ১২:১০

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফেসবুকে ইসলাম ধর্ম, নবীজি ও তার মেয়ে মা ফাতেমাকে নিয়ে অশালীন মন্তব্য করায় খন্দকার শরীফুল ইসলাম চয়ন (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের মাস্টারপাড়াস্থ নিজ বাড়ি থেকে চয়নকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত খন্দকার শরীফুল ইসলাম চয়ন উপজেলা সদরের মাস্টার পাড়ার খন্দকার আমিরুল ইসলাম মাস্টারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, খন্দকার শরীফুল ইসলাম চয়ন নিজ ফেসবুকে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম, হযরত মোহাম্মদ (সঃ) ও তার মেয়ে মা ফাতেমাকে নিয়ে অশালীন মন্তব্য লিখে আসছিল। এ ঘটনায় উপজেলার রায়তলা গ্রামের ইকবাল হোসেন রবিবার রাতে মুরাদনগর থানায় একটি অভিযোগ করলে পুলিশ সোমবার সকালে খন্দকার শরীফুল ইসলাম চয়নকে আটক করে।


এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ‘আটককৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: