odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
একবেলা খাবার পেয়ে অসহায় মানুষের মুখের হাসি

হৃদয়ে রক্তক্ষরন অসহায় মানুষের হাসি দেখায় বঞ্চিত " যুব বন্ধু সম্রাট "

gazi anwar | প্রকাশিত: ২৬ February ২০১৯ ২০:৫৪

gazi anwar
প্রকাশিত: ২৬ February ২০১৯ ২০:৫৪

কাকরাইলের যুবজাগরন অফসের সামনে বিগত এক বছর ধরে অসহায় মানুষের একবেলা পেতভরে খেতে পারার সে যে কেমন অনুভুতি তা যুব বন্ধু  ইসমাইল চৌধুরী সম্রাট এর চেয়ে বেশী কেউ যানে না এ দেখা থেকে বঞ্চিত হলে মানবিক মানসিকতা অনুভুতি যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভেরিভাইড সামাজিক যোগা যোগ ব্যাবসথায় ফেজবুকে যে সংক্ষিপ্ত মতামত দিয়েছেন

ঢাকা শহরের ছিন্নমুল,গরীব , দু:খী ও অসহায় মানুষের জন্য প্রায় ১ বছর সময় ধরে আমার কাকরাইল যুব জাগরন অফিসের সামনে তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে আসছি কিন্তু গতকাল এক অনাকাংক্ষিত ঘটনার পর প্রশাসনের অনুরোধের কারনে রাতের খাবার আপাতত বন্ধ ঘোষনা করা হলো। কিন্তু রাতের খাবারের সময় একবেলা খাবার পেয়ে অসহায় মানুষের মুখের হাসি দেখা যে অপরুপ দৃশ্য তা থেকে আজ বন্চিত হবো তা ভেবে হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: