odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
কেমিক্যাল ব্যবসায়ীদের বাধার কারণে অভিযান স্থগিতের সংবাদ শুনে

সাইদ খোকনের হুশিয়ারিআমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো,

gazi anwar | প্রকাশিত: ৩ March ২০১৯ ০৩:২২

gazi anwar
প্রকাশিত: ৩ March ২০১৯ ০৩:২২

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কেমিক্যাল ব্যবসায়ীদের বাধার কারণে আজ শনিবার কেমিক্যাল গোডাউনের উচ্ছেদ অভিযান স্থগিত হয়। পরে অভিযান স্থগিতের সংবাদ শুনে পুনরায় তা পরিচালনার ঘোষণা দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।’

এরপর মেয়রের নেতৃত্বে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বকশিবাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান চালানো হয়।

শনিবার সকালে যেসব বাড়িতে বাধা দেওয়া হয়েছিল সেসব বাড়ির সার্ভিস লাইন কেটে দেওয়ার মধ্য দিয়ে অভিযান শুরু করা হয়।

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সিটি করপোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউন খুঁজে পায়। এরপর ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে। পরে তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

পুনরায় অভিযান শুরুর আগে এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুরে ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: