odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
প্রধানমন্ত্রীর ভারত সফর

স্বার্থ বিরোধী চুক্তি হলে কর্মসূচি দেবে বিএনপি

Admin 1 | প্রকাশিত: ৩ April ২০১৭ ১১:২৪

Admin 1
প্রকাশিত: ৩ April ২০১৭ ১১:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলে তার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সফরের আগে দলটি এ ধরনের কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানাবে।

আজ রোববার রাত রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে  জানিয়েছেন। রাত নয়টার দিকে শুরু হয়ে দু ঘণ্টা ধরে চলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা চলমান আইপিইউ সম্মেলন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনায় নেতারা বলেন, এ সংসদ ‘অনির্বাচিত’, যিনি এর প্রধান তিনিও অনির্বাচিত। তবে এ বক্তব্য তারা প্রকাশ করবেন কি না তা নিয়ে ধোঁয়াশা আছে।

খালেদা জিয়ার সভাপতিত্বে মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, মঈন খান, তরিকুল ইসলাম, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: