odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

চলে গেলেন অভিনেতা চিন্ময়

Akbar | প্রকাশিত: ১৮ March ২০১৯ ১০:১০

Akbar
প্রকাশিত: ১৮ March ২০১৯ ১০:১০

বিনোদন: মারা গেছেন বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতা। রবিবার রাত ১০টা নাগাদ সল্টলেকে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর। এদিন রাতে খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

বেশকিছু দিন ধরেই সিনেমা জগত্ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চিন্ময়। বিশেষ করে স্ত্রীর মৃত্যুর পর তাঁকে খুব বেশি আর ছবিতে দেখা যায়নি। বছর খানেক আগে নিজের ফ্ল্যাটের সামনে থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর পায়ে ও মাথায় গুরুতর চোট লাগে। সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন।

থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় শুরু করে এক সময় সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন চিন্ময় রায়। তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ দিয়ে শুরু করেই সবার নজর কাড়েন তিনি। এরপর ‘মৌচাক’, ‘হাটেবাজারে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মতো অসংখ্য ছবিতে তিনি দাপিয়ে অভিনয় করেছেন। আজ সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: