odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মুসলমানদের বোধদয় হওয় উচিৎ, একতাবদ্ধভাবে কাজ করতে হবে সকল মুসলমানের

নিউজিল্যান্ডে গুলির পর এবার যুক্তরাষ্ট্রের একটি মসজিদে আগুন দিলো একদল সন্ত্রাসী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ March ২০১৯ ১২:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ March ২০১৯ ১২:২২

এবার হামলার শিকার হলো যুক্তরাষ্ট্রের একটি মসজিদ। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। রবিবার ভোর ৩ টা নাগাদ এ ঘটনা ঘটে। খবর ফক্স নিউজ।

খবরে বলা হয়েছে, হামলার সময় মসজিদের ভেতরে ৭ জন মুসল্লি ছিলেন। তবে এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মসজিদের বাইরের সামান্য অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

হামলার শিকার ওই মসজিদ থেকে দেশটির পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। চিরকুটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার উল্লেখ রয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ।


ক্যালিফোর্নিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনায় ১৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে বিবৃতিতে বলা হয়।

হামলায় আক্রান্ত ওই মসজিদের নিয়মিত মুসল্লি ইউসুফ মিলার বলেন, নামাজ শেষে রাতে মসজিদে ৭ জন মুসিল্লি ঘুমিয়েছিলেন। ভোরের দিকে গোপনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

ইত্তেফাক 



আপনার মূল্যবান মতামত দিন: