odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সুগন্ধির দোকান থেকে আগুন সূত্রপাত: মেয়র

Akbar | প্রকাশিত: ৩০ March ২০১৯ ১১:১৪

Akbar
প্রকাশিত: ৩০ March ২০১৯ ১১:১৪

ঢাকা: রাজধানীর গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

শনিবার সকাল ৮টার দিকে মেয়র ঘটনাস্থলে যান।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাঁচাবাজারে লাগা আগুন একটি সুগন্ধির দোকান থেকে সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনায় আমাদের প্রথম কাজ। আগুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমে-টিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এর আগে ভোর ৬টার দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

প্রসঙ্গত,এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোর বেলায় একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: