odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ক্যানসারকে জয় করলেন ইরফান খান

Akbar | প্রকাশিত: ৪ April ২০১৯ ১১:১৬

Akbar
প্রকাশিত: ৪ April ২০১৯ ১১:১৬

বিনোদন: এক বছর ধরে টানা চলেছে ক্যানসারের বিরুদ্ধে লড়াই। অবশেষে যুদ্ধজয়। বুধবারই দেশে ফিরলেন বিরল ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন এই অভিনেতা। অনেক সময় আমরা ভালোবাসার মূল্য ভুলে যাই, কঠিন সময় আমাদের আবার ভালোবাসা চেনাতে শেখায় বলে মন্তব্য করেছেন তিনি।

২০১৮-র মার্চে প্রথম জানা গিয়েছিল যে নার্ভের বিরল ক্যানসারে আক্রান্ত ইরফান। ইউকে-তে এক বছর ধরে চিকিত্‍সা করিয়ে মঙ্গলবার মুম্বই ফিরলেন তিনি। ইরফান যে পুরোপুরি সুস্থ তা এই মাসের গোড়াতেই জানিয়েছিলেন পরিচালক তিগমাংশু ধুলিয়া। শিগগিরই হিন্দি মিডিয়াম ছবির সিক্যোয়েলে জন্য কাজ শুরু করবেন তিনি। এই প্রথম করিনার কাপুরের সঙ্গে একসঙ্গে পর্দায় দেখা যাবে ইরফানকে।



আপনার মূল্যবান মতামত দিন: