odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিজিএমইএর নির্বাচনে রুবানা হকের জয়

Akbar | প্রকাশিত: ৭ April ২০১৯ ১১:১৫

Akbar
প্রকাশিত: ৭ April ২০১৯ ১১:১৫

ঢাকা: বাংলাদেশ পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে বিপুল ভোটে পুরো প্যানেল জয়ী হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-ফোরাম জোট।

শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বিজিএমইএ নির্বাচন কমিশন সাংবাদিকদের এ তথ্য জানায়। সেখানে বলা হয়, নির্বাচনে প্যানেল ভোট পড়েছে ৭৩২টি। এর মধ্যে সব ভোটই পেয়েছে পরিষদ-ফোরাম জোট। অন্যদিকে ২৬ জনের প্যানেলে ১৭ জন প্রার্থী দিয়েছিল স্বাধীনতা পরিষদ। ওই প্যানেল একটি ভোটও পায়নি।

বিজিএমইএ নির্বাচনে ৭৩২টি প্যানেল ভোটের পাশাপাশি মিশ্র ভোট পড়েছে ৬৬৫টি। মিশ্র ভোটে অবশ্য পরিষদ-ফোরাম জোট ও স্বাধীনতা পরিষদ উভয়েই ভোট পেয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণনা হওয়া ৯৪৮টি ভোটের ৮৫৬টিই পেয়েছে পরিষদ-ফোরাম প্যানেল লিডার রুবানা হক। বিপরীতে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩৫৩টি ভোট।

৭ নম্বর ব্যালটে পরিষদ-ফোরাম প্যানেলের এম এ রহীম সর্বোচ্চ ভোট পেয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা অঞ্চলের ১ হাজার ৫৯৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ২০৪ জন ভোটার ভোট দেন। বিজিএমইএ নির্বাচনে চট্টগ্রামে ৩৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৮৮ জন। সেখানে ৭৬ দশমিক ২৮ শতাংশ ভোট পড়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: