odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন করা হবে

Akbar | প্রকাশিত: ৭ April ২০১৯ ১৬:১৮

Akbar
প্রকাশিত: ৭ April ২০১৯ ১৬:১৮

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল মার্কেটের আশপাশে একটি ফায়ার স্টেশন করা হবে।

রোববার পুরান ঢাকার আরমানিটোলায় ‘কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সংকট ও সমাধান’ বিষয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মেজর শাকিল নেওয়াজ বলেন, আমি কথা দিচ্ছি- আগামী সাত দিনের মধ্যে এই এলাকায় ফায়ার স্টেশন করা হবে। এ ছাড়া যদি আমাদের জায়গায় দেয়া হয় তা হলে পুরান ঢাকায় আরও ৭-৮টি ফায়ার স্টেশন করে দেব।

এ সময় তার এ ঘোষণায় ধন্যবাদ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

স্থানীয়দের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, পুরান ঢাকায় অব্যবহৃত জায়গা থাকলে আমাদের জানান। আমরা সেগুলো নিয়ে ফায়ার সার্ভিসকে দেব।

মতবিনিময়সভায় এক ব্যবসায়ী মেয়রকে বলেন, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের গেটের সামনে ২-৩টা পানির গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে একটি স্টেশন করার উদ্যোগ নিলে চকবাজার, মৌলভীবাজার ও ইমামগঞ্জ কাভার করবে।

এ বিষয়ে মেয়র বলেন, পুরনো কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প চলছে। এর পরও যদি সুযোগ থাকে আপনারা আমার কাছে নকশা দেন আমরা দেখব কী করা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: