odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলা

Admin 1 | প্রকাশিত: ৭ April ২০১৭ ২০:৫৯

Admin 1
প্রকাশিত: ৭ April ২০১৭ ২০:৫৯

রাসায়নিক হামলার জের ধরে সিরিয়ায় অন্তত ৫০টি টমাহক ক্রুজ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে, সিরিয়ার একটি বিমানঘাটিতে ওই হামলা চালানো হয়।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে বাশার আল আসাদের কোন ভূমিকা থাকতে পারে না।

সিরিয়া বিরুদ্ধে যেসব সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, তার মধ্যে রয়েছে সিরিয়ার বিমানগুলো আর উড়তে না দেয়া আর ক্রুজ মিসাইল হামলা চালিয়ে সিরিয়ার রাডার ব্যবস্থা নষ্ট করে দেয়া।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সিরিয়ার ভবিষ্যতের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের আর কোন ভূমিকা থাকতে পারে না।

যদিও ট্রাম্প প্রশাসন এ সপ্তাহের শুরুতে জানিয়েছিল যে, বাশার আল আসাদের পদচ্যুতির বিষয়টি তাদের সিরিয়া নীতিতে আর গুরুত্বপূর্ণ নয়।

কয়েকদিন আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে রাসায়নিক হামলায় বেশ কয়েকজন বাসিন্দা নিহত হয়।

জাতিসংঘ জানিয়েছে, ওই হামলায় নিহতদের মধ্যে অন্তত ২৭টি শিশু রয়েছে।

সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলা হলেও, তা নাকচ করে আসছে দামেস্ক।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা জানিয়েছে যে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: