odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিরিয়ায় মার্কিন বিমান হামলা : ইসরাইলের সমর্থন

Admin 1 | প্রকাশিত: ৮ April ২০১৭ ০২:২৬

Admin 1
প্রকাশিত: ৮ April ২০১৭ ০২:২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, সন্দেহজনক রাসায়নিক হামলার জবাবে প্রতিবেশী দেশ সিরিয়ায় মার্কিন বিমান হামলার প্রতি তার জোরালো সমর্থন রয়েছে।
নেতানিয়াহু’র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও বিস্তার কোনভাবেই বরদাস্ত করা হবে না সিরিয়ায় হামলার নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার কঠোর ও স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন।
‘ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতি ইসরাইলের পূর্ণ সমর্থন রয়েছে এবং তাদের আশা আসাদ সরকারের ভীতিকর বিভিন্ন পদক্ষেপ মোকাবেলায় এই বার্তা কেবল দামেস্কে না, এটি তেহরান, পিয়ংইয়ং ও বিশ্বের অন্য অনেক দেশে প্রতিধ্বনিত হবে।
‘বর্বর’ রাসায়নিক হামলার পাল্টা জবাব দিতে ট্রাম্প বৃহস্পতিবার সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। তিনি এই রাসায়নিক হামলার ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করেন।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শেইখুন শহরে সন্দেহজনক রাসায়নিক হামলায় শিশুসহ অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠার পর সেখানে এ মার্কিন বিমান হামলা চালানো হলো।



আপনার মূল্যবান মতামত দিন: