odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ড. শফিউল হত্যা মামলায় তিনজনের ফাঁসি

Akbar | প্রকাশিত: ১৫ April ২০১৯ ১২:৫২

Akbar
প্রকাশিত: ১৫ April ২০১৯ ১২:৫২

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিউল ইসলাম হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুস সালাম পিন্টু, সবুজ শেখ ও আরিফুল ইসলাম মানিক। এই দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত সবুজ পলাতক আছেন।

এছাড়া মামলার অন্য আট আসামি বেকসুর খালাস পেয়েছেন। তারা হলেন দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম পিন্টুর স্ত্রী নাসরিন আখতার রেশমা, আনোয়ার হোসেন উজ্জল, সিরাজুল ইসলাম, আল-মামুন, সাগর হোসেন, জিন্নাত আলী এবং ইব্রাহিম খলিল।

এর আগে ৪ এপ্রিল রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেছিলেন বিচারক অনুপ কুমার।



আপনার মূল্যবান মতামত দিন: