odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

প্রধানমন্ত্রীর শোকবার্তা নটরডেমে অগ্নিকান্ডে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ April ২০১৯ ০৪:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ April ২০১৯ ০৪:০৬

 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল অগ্নিকান্ডে নটরডেম ক্যাথেড্রলের ব্যাপক ক্ষতি হওয়ায় আজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, গতকাল ভয়াবহ অগ্নিকান্ডে নটরডেম ক্যাথেড্রলের ব্যাপক ক্ষতিতে আমরা গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত।
এই ঐতিহাসিক ক্যাথেড্রলের ক্ষতি কেবল ফ্রান্সের মানুষের নয় সমগ্র মানবজাতির জন্য এক হৃদয় বিদারক ঘটনা। আমরা ফ্রান্সের মানুষের বেদনা ও শোকের অংশীদার। আমি আন্তরিক সমমর্মিতার সাথে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে আপনার এবং ফ্রান্সের জনগণের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি।
আমরা আমাদের ভাবনা ও প্রার্থনায় ফ্রান্সের জনগণের সাথে রয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: