odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

অর্জুনের প্রেমিকা অন্তঃসত্ত্বা

Akbar | প্রকাশিত: ২৪ April ২০১৯ ১৩:৩৭

Akbar
প্রকাশিত: ২৪ April ২০১৯ ১৩:৩৭

বিনোদন,২৪ এপ্রিল(অধিকারপত্র): অর্জুন রামপাল ও তার গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদসের জন্য সুখবর। তাদের সন্তান আসতে চলেছে। ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন অর্জুন স্বয়ং।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, অন্তঃসত্ত্বা গ্যাব্রিয়েলাকে নিয়ে তিনি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'এই বেবির জন্য ধন্যবাদ বেবি।'

একই ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলাও লিখেছেন, 'তোমার কাছে কৃতজ্ঞ। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।'

সাবেক স্ত্রী মেহের জেসিয়া পক্ষে দুটি সন্তান রয়েছে অর্জুনের। মাহিকা ও মায়রা। ২০০৯ সালে IPL পরবর্তী পার্টিতে দেখা হয় অর্জুন গ্যাব্রিয়েলার। তার কয়েক বছর পর ফের তাদের দেখা হয়। আর তারপরই শুরু হয় ডেটিং। মা মারা যাওয়ার সময় অর্জুনের পাশে দেখা গিয়েছে তার গার্লফ্রেন্ডকে। দক্ষিণ আফ্রিকার মডেল তথা অভিনেত্রী গ্যাব্রিয়েলা ২০১৪ সালে সোমালি কেবলের সঙ্গে বলিউডে ডেবিউ করেন। ২০১৬ সালে একটি তেলুগু ছবিতেও তার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল।

২০১৮ সালের মে মাসে ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন অর্জুন ও মেহের।



আপনার মূল্যবান মতামত দিন: