odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

স্বাভাবিক খাবার খেতে পারছেন না এটিএম শামসুজ্জামান

Akbar | প্রকাশিত: ৯ May ২০১৯ ১৭:৩১

Akbar
প্রকাশিত: ৯ May ২০১৯ ১৭:৩১

বিনোদন, ০৯ মে (অধিকারপত্র):বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এখন তিনি স্বাভাবিক কোনো খাবার খেতে পারছেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, তার (এটিএম শামসুজ্জামান) খাদ্যনালী শুকিয়ে (চেপে) যাবার কারণে তিনি খাবার খেতে পারছেন না। চিকিৎসকরা ওষুধ দিয়ে সমস্যাটা সমাধানের চেষ্টা করছেন। যদি সমস্যার সমাধান হয় তাহলে ভালো, না হলে চিকিৎসকদের আর কিছুই করার নেই। একমাত্র আল্লাহ সহায়।

এটিএম শামসুজ্জামানের ছোটভাই সালেহ জামান জানান, তারা এটিএম শামসুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে চান। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, দেশের বাইরে এখন নিয়ে যাওয়া হলেও খুব একটা লাভ হবে না।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ করেই অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে এটিএম শামসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ এপ্রিল এই বরেণ্য অভিনেতার শরীরে অস্ত্রোপচার করা হয়। তখন তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে কেবিনে রাখা হয়েছিল। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: