odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের মুসল্লিদের নামাজ আদায় করার জন্য তৈরি করা প্যান্ডেল

রাজধানীতে কালবৈশাখী

odhikar patra | প্রকাশিত: ১৭ May ২০১৯ ১৯:৩৭

odhikar patra
প্রকাশিত: ১৭ May ২০১৯ ১৯:৩৭

রাজধানীতে শুক্রবার (১৭ মে) সন্ধায় ইফাতের পর পর হঠাৎ ঝড়ের তাণ্ডব শুরু হয়। 

হঠাৎ ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের মুসল্লিদের নামাজ আদায় করার জন্য তৈরি করা প্যান্ডেল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার পর ঝড় শুরু হলে এ ঘটনা ঘটে। এই খবর পেয়ে সদর দফতর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে দায়িত্বরত জীবন মিয়া জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: