odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
রাজধানীর বস্তিবাসীদের নিরাপদ পানি সরবরাহ করা হবে

‘সবার জন্য নিরাপদ পানি’

odhikar patra | প্রকাশিত: ২৮ June ২০১৯ ১৪:৩৯

odhikar patra
প্রকাশিত: ২৮ June ২০১৯ ১৪:৩৯

 

রাজধানীর বস্তিবাসীদের নিরাপদ পানি সরবরাহ করা হবে : তাজুল ইসলাম
 : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে রাজধানীর বস্তিবাসীদের বৈধ ও নিরাপদ পানি সরবরাহ করা হবে।
তিনি আজ সংনসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি আরো বলেন, ‘সবার জন্য নিরাপদ পানি’ সরকারের এ ভিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, গত এক দশকে বর্তমান সরকার সব নাগরিকের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে ভিশন ২০২১ অনুযায়ি পরিবেশ-বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসাবে রাজধানীতে ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ উৎসের ওপর নির্ভরতা বাড়াতে বৃহৎ তিনটি পানি শোধনাগার নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে। এতে ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের উপর নির্ভরতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, পানি সরবরাহে ঢাকা ওয়াসার চলমান এ প্রকল্পের মধ্যে রয়েছে, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (তৃতীয় পর্যায়), পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার (প্রথম পর্যায়) এবং গর্ন্ধবপুর পানি শোধনাগার প্রকল্প।
মন্ত্রী বলেন, এছাড়া রাজধানীতে নিরাপদ এবং প্রেসারাইজড পানি সরবরাহ নিশ্চিত করতে নতুন ট্রেঞ্চলেস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যমান পানির লাইন পরিবর্তন করে আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: