odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফ্রান্সের মসজিদে বন্দুকধারীর হামলা: ইমামসহ ২ জন গুলিবিদ্ধ

odhikar patra | প্রকাশিত: ২৮ June ২০১৯ ১৪:৫৮

odhikar patra
প্রকাশিত: ২৮ June ২০১৯ ১৪:৫৮


এবার ফ্রান্সের মসজিদে বন্দুকধারীর হামলা: ইমামসহ ২ জন গুলিবিদ্ধ

 

ফ্রান্সের পশ্চিমাঞ্চলের শহর ব্রেস্টের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলাপরবর্তী সময়ে ওই বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ব্রেস্টের আটলান্টিক কোস্ট এলাকার সুন্নাহ দ্য ব্রেস্ট মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমাম এবং অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, হামলাকারী কি কারণে হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট।

দেশটির সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি জানান, নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। এ সময়, গুলিবিদ্ধ হন মসজিদের ইমাম রশিদ ইলজে। এ ছাড়া আহত অপর ব্যক্তি ও হামলাকারীর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে, এটি সন্ত্রাসী হামলা কি না সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

এদিকে, এ ঘটনায় ফ্রান্সের মসজিদসহ অন্যান্য উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: