odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কোরীয় প্রধানমন্ত্রীর ইপিজেড ও নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন

odhikar patra | প্রকাশিত: ১৫ July ২০১৯ ০০:২৪

odhikar patra
প্রকাশিত: ১৫ July ২০১৯ ০০:২৪

 

 কোরিয়ার প্রধানমন্ত্রী আজ সাভারে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং রাজধানীর মুগদায় কোরীয় সহায়তায় পরিচালিত একটি নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
তিনি আজ সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাভার ইপিজেডে যান।
লি ইপিজেডে ইয়াংগুন হাইটেক সফটওয়্যার নামের একটি কোরীয় কোম্পানি পরিদর্শন করেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে কোরীয় প্রধানমন্ত্রী নগরীর মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব এডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চ পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নার্সিং ইনস্টিটিউটে কোরিয়ান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ইনস্টিটিউটের অভ্যন্তরে পরিদর্শনকালে তিনি এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নয়নে তাঁর সরকারের বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন।
লি ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।
কোরীয় প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে আসেন।



আপনার মূল্যবান মতামত দিন: