odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পুরান ঢাকার পাটুয়াটুলীতে ভবন ধস ॥ দু’জন নিখোঁজ

gazi anwar | প্রকাশিত: ১৭ July ২০১৯ ২৩:০২

gazi anwar
প্রকাশিত: ১৭ July ২০১৯ ২৩:০২

 

 পুরান ঢাকার পাটুয়াটুলীতে পুরনো একটি ভবন ধসে পড়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনের দুজন বাসিন্দা ভেতরে আটকা পড়েছেন, এমন খবরের ভিত্তিতে তাদের উদ্ধারের চেষ্টা করছে দমকল কর্মীরা।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বাসসকে জানান,পুরনো ঢাকার সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই দোতলা ভবনটি বুধবার দুপুর দেড়টার দিকে ধসে পড়ে। খবর পেয়েই সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
রাসেল শিকদার বলেন, অনেক পুরনো ওই ভবনটি পরিত্যক্তই ছিল। তবে কয়েকজন হকার সেখানে থাকতেন।



আপনার মূল্যবান মতামত দিন: