odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মুন্সীগঞ্জের মোস্তাক।

ডিওয়াইসিআই এর ২০১৭ সালের বেস্ট পারফরম্যান্স এ্যাওয়ার্ডে ভূষিত মুন্সীগঞ্জের মোস্তাক।

gazi anwar | প্রকাশিত: ৩১ July ২০১৯ ২২:২৫

gazi anwar
প্রকাশিত: ৩১ July ২০১৯ ২২:২৫


......................
পুরান ঢাকার জনপ্রিয় যুব সংগঠন ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল এর উপদেষ্টা
বিশিষ্ট ব্যবসায় সমাজসেবক
সফল সংগঠক মোঃমোস্তাফিজুর রহমান মোস্তাক কে বর্ষসেরা ২০১৭ সালে বেস্ট পারফরম্যান্স এ্যাওয়ার্ডে মনোনীত করে ডিওয়াইসিআই জুরি বোর্ড
গতকাল ৩০শে জুলাই রোজ মঙলবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজ
অডিটোরিয়াম
প্রাঙণে জমকালো আয়োজনে সংগঠনের ১২ তম প্রতিষ্টা বার্ষিকী অনুস্থান কেক কেটে পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান ঢাকা থেকে নির্বাচিত প্রথম নারী সংসদ সদস্য ৩০২ আসন - ২ জিন্নাতুল জিন্নাতুলবাকিয়া এছাড়াও বিশেষ অতিথি ছিলেন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা শেখ আলমগীর, ব্যারিস্টার এনাম সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক পরিচালক হামিদা সোহরাব,মইন,ওমেন্স ক্লাবের সভানেত্রী মিলি রহমান,ডিওয়াইসি আই এর বংশাল থানার ইমরান, হোসাইন,হাসান,চকবাজার থানার ফয়সাল,গেন্ডারিয়া থানার ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুস্থান টি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন
পরে প্রধান অতিথি সংসদ সদস্য জিন্নাতুলবাকিয়া ২০১৭ সালের বেস্ট পারফরম্যান্স এ ভূষিত মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকে বেস্ট পারফরম্যান্স ব্যাজ পরিয়ে দেন।
বেস্ট পারফরম্যান্স এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় সফল সংগঠক মোস্তাকে বিভিন্ন সংগঠনের নেএীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
ওল্ড ঢাকা নাগরিক সমাজের সভাপতি সানি মাহতাব,ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হোসাইন,গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আল আমিন রাতুল,ঢাকা যুব পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আমিন। "প্রেস বিজ্ঞপ্তি "



আপনার মূল্যবান মতামত দিন: