odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহা, উপলক্ষে যুববন্ধুর প্রত্যাশা।

সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিনাশ হয়ে জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি : সম্রাট

odhikar patra | প্রকাশিত: ১১ August ২০১৯ ২২:২২

odhikar patra
প্রকাশিত: ১১ August ২০১৯ ২২:২২

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দঃ এর সংগ্রামী সভাপতি
"যুববন্ধু জনাব ইসমাইল চৌধুরী সম্রাট "
রাস্ট্রনায়ক শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চোধুরী ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ এর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত প্রতিটা ওয়ার্ড/ইউনিয়ন ও ইউনিটের প্রতিটা নেতা কর্মীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।
তিনি বলেন
ঈদ-উল-আযহার দিন প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে।

যুববন্ধু বলেন, শুধু পশু কোরবানী নয়, মনের পশুকে করতে হবে কোরবানী। সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিনাশ হয়ে জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে তা আমার প্রত্যাশা ।

যুববন্ধু আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়।
যুববন্ধু বলেন যুবকদের সমাজের প্রতি দায় বব্ধতা সবচেয়ে বেশি তাই ঈদের ছুটিতে নগরের সকল নাগরিকদের প্রতি যুবলীগের দায়বদ্ধতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও আলহাজ্ব হারুন অর রশীদের দিক নির্দেশনা অনুযায়ী যার যার ওয়ার্ডের দায়িত্ব তার নিজে।    এইমুহর্তে নগর বাসীর ডেঙ্গু জ্বরকে মোকাবিলায় যুবলীগ কেই অগ্রগামি হতে হবে তাদের পাশে দারানোর আহবান জানাই।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ।



আপনার মূল্যবান মতামত দিন: