odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ানকে বিয়ে করলেন চিত্রনায়িকা দীপালি

odhikar patra | প্রকাশিত: ৩১ August ২০১৯ ০০:৩৬

odhikar patra
প্রকাশিত: ৩১ August ২০১৯ ০০:৩৬

পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ানকে বিয়ে করলেন চিত্রনায়িকা দীপালি। গত ২০ ডিসেম্বর তাদের বাগদান সমপন্ন হয়। শুক্রবার (৩০ আগস্ট) বিয়ে করেছেন তারা। দুপুর ২টায় জাহেদের ধানমন্ডির বাসায় বিয়ে সম্পন্ন হয় তাদের। দীপালি ও জায়েদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ আগস্ট তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।

এদিকে শুক্রবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। যেখানে পরিবারের সদস্যরা ছাড়াও তাদের বন্ধু-বান্ধব ও সিনে ও টিভি জগতের তারকারা উপস্থিত থাকবেন।

দুপুরে বিয়ের পর দীপালি বলেন, ‘আসলে আমি তাদের (শ্বশুর-শাশুড়ি) মেয়ের মতো। তারা বৌ হিসেবে আমাকে ট্রিট করেন না। এ জন্য বিয়ের অনুভূতিতে ভয়ের অংশটুকু নেই। যা আছে তা হলো- আনন্দ ও সুখ। আমি সত্যিই খুব সুখী।’

জায়েদ রেজওয়ানের সঙ্গে পরিচয় ও পরিণয় সম্পর্কে দীপালি বলেন, ‘‘তার পরিচালনায় ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে পরিচয়। ভালোলাগা ছিল তবে তার সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। সে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছিল। আমি বলেছিলাম আমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যেতে।’’

দীপালির শুরুটা হয়েছিলো ছোটপর্দা দিয়ে।‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘ইট কাঁচের খাঁচা’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’ নামের ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘পায়রা’ ছবিতে প্রথম অভিনয় করেন (এটা মুক্তি পায়নি)। বড় পর্দায় আসেন ‘ব্ল্যাক মেইল’-এর মাধ্যমে। এরপর ‘বাজে ছেলে : দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কাজ করেন চিত্রনায়িখা দীপালি।



আপনার মূল্যবান মতামত দিন: