odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত

Admin 1 | প্রকাশিত: ১৯ April ২০১৭ ২৩:৫৪

Admin 1
প্রকাশিত: ১৯ April ২০১৭ ২৩:৫৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে এই গুলির ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি আলী মুহাম্মদ। তিনি ৯০ সেকেন্ডে ১৬টি গুলি ছুড়েছেন।
পুলিশ বলছে, বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে একপর্যায়ে তিনি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছেন।
তবে গুলির এই ঘটনাকে ‘হেট ক্রাইম’ হিসেবে সন্দেহ করছে পুলিশ।

গত সপ্তাহে শহরের একটি মোটেলের বাইরে এক নিরস্ত্র নিরাপত্তারক্ষী গুলিতে নিহত হওয়ার ঘটনায় আগে থেকেই আলীর খোঁজ করছিল পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন আফ্রিকান-আমেরিকান। সামাজিক মাধ্যমে তাঁর তৎপরতায় বোঝা যায়, তিনি একজন শ্বেতাঙ্গবিদ্বেষী। তিনি সরকারবিরোধী মনোভাবও প্রকাশ করেছেন।

গুলিতে হতাহত হওয়া চার ব্যক্তির সবাই শ্বেতাঙ্গ। তাঁদের মধ্য একজন গাড়ির ভেতরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন।

ফ্রেসনোর পুলিশপ্রধান জেরি ডেয়ার বলেন, সন্দেহভাজন বন্দুকধারী যতটা সম্ভব, ততসংখ্যক মানুষকে হত্যা করতে চেয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: