odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬
ইছাপুরা ইউনিয়নে অবস্থিত এম,জে হলিডে রিসোর্টে

সিরাজদিখানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ আটক ১৫

odhikar patra | প্রকাশিত: ৭ September ২০১৯ ২১:০৩

odhikar patra
প্রকাশিত: ৭ September ২০১৯ ২১:০৩

সিরাজদিখানে অনৈতিক
কার্যকলাপে জড়িত থাকার
অভিযোগে নারীসহ আটক ১৫
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনৈতিক কাজে জড়িত থাকার
অভিযোগে ৭ জন নারী এবং ৮জন পুরুষসহ সর্ব মোট ১৫ জনকে
আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২
টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নে অবস্থিত এম,জে হলিডে
রিসোর্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদিখান (সার্কেল) মোঃ
রাজিবুল ইসলাম জানান, আসন্ন আশুরা উপলক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী
হামলা মোকাবেলায় জেলার ৬টি উপজেলায় চেকপোষ্ট, পুলিশের টহল
জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে হোটেল, ম্যাসে অভিযান
চালানো হয়। শনিবার গভীর রাতে এম, জে হলিডে রিসোটে
অভিযান চালানো হয়। এসময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে
অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৭ জন নারী ও ৮ জন পুরুষকে
আটক করা হয়। এ সময় যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশ কিছু
কনডম উদ্ধার করা হয়। আটককৃত নর-নারী ঢাকা, কেরানীগঞ্জ,
নারায়নগঞ্জ ও নরসিংদী এলাকার। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহনের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: