odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬

Admin 1 | প্রকাশিত: ১৯ April ২০১৭ ২৩:৫৬

Admin 1
প্রকাশিত: ১৯ April ২০১৭ ২৩:৫৬

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে সোমবার ভূমিধসের কারণে একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিন নারী ও তিন শিশু রয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
চীনের বাইহি কাউন্টির জরুরী উদ্ধার সদরদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ৪৩ মিনিটে উদ্ধারকর্মীরা ‘নিখোঁজ’ তিন বাসিন্দার লাশ উদ্ধার করে। এদের দুই জন নারী ও একজন শিশু।
ভোর ৫টায় উদ্ধার অভিযান শেষ হয়।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৮ মিনিটে বাইহি কাউন্টির পার্বত্য মাওপিং উপশহরে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের আঘাতে ৭-তলাবিশিষ্ট এ আবাসিক ভবন ধসে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন: