odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মিডিয়া থেকে কি বিদায় নিয়েছে বাঁধন

বাঁধনের ভক্তরা এখনো দেখতে চায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ September ২০১৯ ০০:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ September ২০১৯ ০০:১২

 

 

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এলেও পরে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে প্রশংসিত হন আজমেরী হক বাঁধন। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী হয়েও সেদিকে ক্যারিয়ার না গড়ে মিডিয়ায় কাজ করতে থাকেন এ তারকা।

এক যুগেরও বেশি সময় টিভি মিডিয়ায় কাজের সুবাদে প্রচুর ভক্তও রয়েছে তার। ক্যারিয়ারের মধ্যগগনে এসে ২০১৭ সালের ডিসেম্বর থেকে হঠাৎ মিডিয়ায় কাজের বিরতি টানেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায় মিডিয়াতে। কেউ বলছেন নতুন কোনো কাজের পূর্ব প্রস্তুতি হিসেবেই নাকি তিনি কাজ

বন্ধ রেখেছেন। আবার কারও কারও মতে জনপ্রিয়তা থাকতেই মিডিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে বিরতির শুরু থেকেই বাঁধন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমি তো মিডিয়া থেকে বিদায় নেইনি।

নিজেকে নতুনভাবে তৈরি করা এবং একমাত্র মেয়েকে বেশি সময় দেয়ার জন্যই এ বিরতি। কাজে তো অবশ্যই ফিরব। আমি কিন্তু কারও সঙ্গে যোগাযোগ বন্ধ করিনি। সাংবাদিক থেকে শুরু করে নির্মাতা, অভিনেতা এবং কলাকুশলীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। কাজ চলাকালীন যেভাবে নতুন কাজের প্রস্তাব আসত কিংবা কথা হতো, এখনও তাই হচ্ছে।

নাটকের পাশাপাশি সিনেমায় কাজের প্রস্তাবও পাচ্ছি নিয়মিত। নতুন করে কাজ শুরু করলে সবাইকে আমিই জানাব। তবে কাজ না করলেও মিডিয়া সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে নিয়মিত হাজির হওয়ার চেষ্টা করি। মিডিয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসেন, এটা কাজের বিরতির এ সময়টায় উপলব্ধি করতে পারছি। কাজে তো ফিরবই। আশা করছি তখন দর্শক ও শুভাকাক্সক্ষীরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।’

মিডিয়ায় কোনো কাজে দেখা না গেলেও বাঁধনের বর্তমান সময়সূচিও ব্যস্ততায় ভরা। একমাত্র মেয়ে সায়রাকে স্কুলে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজধানীর একটি ফিটনেস সেন্টারে যাচ্ছেন। শারীরিকভাবে সুস্থ এবং সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্যই তার এ কর্মযজ্ঞ। এছাড়া একটি সংগঠনের ব্যানারে সামাজিক সচেতনতামূলক কাজেও দেখা যায় তাকে।

অন্যদিকে দন্ত চিকিৎসক হিসেবে শিক্ষা সমাপন করা এ অভিনেত্রী নিজস্ব চেম্বার খোলার পরিকল্পনাও করছেন। তবে সবকিছু ছাপিয়ে একজন অভিনেত্রী হিসেবেই বাঁধন ফিরে আসুক মিডিয়ায়- এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা।

যুগান্তর 



আপনার মূল্যবান মতামত দিন: