odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের আজ প্রধানমন্ত্রী অধিবেশনে ভাষণ দেবেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ September ২০১৯ ১৬:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ September ২০১৯ ১৬:১৭

 

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ শুক্রবার  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্র গতকাল বাসসকে জানায়, ‘আজ স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার ভোর ২টা ৩০ থেকে ৪টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। সূত্র আরো জানায়, শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।’
সূত্র জানায়, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট অবসানে তাঁর ভাষণে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।
এছাড়া প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: