odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মাদ্রাসা ছাড়া অন্যকারো সাথে লেনদেন না করার জন্য অনুরোধ

আল জামিয়াতুল ইসলামিয়া কওমি মিনারা মাদ্রাসা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ October ২০১৯ ২২:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ October ২০১৯ ২২:২২

আল জামিয়াতুল ইসলামিয়া কওমি মিনারা মাদ্রাসা, রাজারচর, শিবচর, মাদারিপুর এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত আব্দুস সামাদ ফরিদি (রহ:) এর অক্লান্ত মেহেনতের ধারা দীর্ঘ ৪৪ বছর যাবত পরিচালনা করে আসছিলেন  তিনি ইন্তেকালের পরে তার ছোট সাহেবজাদা আলহাজ্ব মুহাম্মদ জাফর আহম্মদ বিগত ৫ বছর যাবত অক্লান্ত মেহেনতের ধারা পরিচালনা করে আসছেন এই ৫ বছরে উল্লেখিত ছবির দুই জনের অনেক অপকর্ম তার কাছে খোলাসা হয় এরি মধ্যে তারা দুজন এক জোটে মাদ্রাসা থেকে চলে যায় কিনতু  তারা মাদ্রাসা থেকে চলে গিয়ে ও শান্ত হননি মাদ্রাসার বিভিন্ন ছাত্র দের তারা নিয়ে যাচ্ছেন এবং মাদ্রাসার যারা পূর্ব থেকে দান করে আসছে তাদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য অনেক কলা কৌশল অবলম্বন করে যাচ্ছে তাই আমাদের মাদ্রাসার মুতয়াল্লির পক্ষ থেকে আমাদের মাদ্রাসায়, যারা সব সময় সর্ব দিক থেকে পাশে ছিলেন তারা সব সময় মাদ্রাসার পাশেই থাকবেন এবং এদের সাথে কোন লেনদেন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।



আপনার মূল্যবান মতামত দিন: