odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায়

মডেল মসজিদ ও মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ October ২০১৯ ২০:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ October ২০১৯ ২০:৫১

 

ব্রাহ্মণবাড়িয়া, ১২ সেপ্টেম্বর, ২০১৯ শনিবার : জেলার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুরে আজ মডেল মসজিদ এবং সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সাড়ে ১১ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। অন্যদিকে তিনকোটি ২৬ লাখ টাকা ব্যায়ে মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
আজ শনিবার দু’টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এ সময় নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হক কুতুবী, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্থর অনুষ্ঠান শেষে ২০১৯ সালে মাদ্রাসাটি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পাওয়ায় দোয়া ও শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: