odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সড়ক দুর্ঘটনায় কাকরাইলে এক নারী নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ October ২০১৯ ১৫:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ October ২০১৯ ১৫:৩৯

 

ঢাকা, ১৩ অক্টোবর, ২০১৯ রবিবার  : রাজধানীর কাকরাইল মোড়ে আজ ভোরে পিক আপ ভ্যানের ধাক্কায় মাসুদা বেগম (৩৫) নামে এক রিকশা আরোহী নিহত ও তার ছেলে জিসান ইসলাম মাহিন (১০) গুরুতর আহত হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাচ্চু মিয়া বলেন, ঘটনাস্থলে মাসুদা বেগমের মৃত্যু হয়েছে। আহত জিসানকে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ছেলেটি আশঙ্কামুক্ত। ময়নাতদন্তের জন্য মাসুদার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
নিহত মাসুদার স্বামী গাড়ি চালক মোফাজ্জল হাওলাদার বলেন, তার স্ত্রী ও ছেলে গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। তারা সদরঘাট থেকে রিকশায় মগবাজারের মধুবাগের বাসায় ফিরছিলেন।
তিনি বলেন, তার দুই ছেলে। তার মধ্য মাহিন ছোট। সে শেরেবাংলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।



আপনার মূল্যবান মতামত দিন: