odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

তুরস্কের সামরিক ঘাঁটি সিরিয়ায় হবে ‘অগ্রহণযোগ্য’ : ইরান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ October ২০১৯ ১৯:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ October ২০১৯ ১৯:৫৭

 

তেহরান, ২১ অক্টোবর, ২০১৯ সোমবার  : ইরান সোমবার সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগের নিন্দা ও একে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে ইরান বলেছে, ইরান কিংবা অন্য দেশগুলো এ ধরণের পদক্ষেপের বিরোধিতা করবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান শুক্রবার বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে ১২টি পর্যবেক্ষণ ঘাঁটি স্থাপন করবে। এছাড়া, সীমান্ত বরাবর কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান পুনরায় শুরুর বিষয়েও তিনি সতর্ক করেন।
এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসভি তুরস্কের এই পরিকল্পনার সমালোচনা করে বলেন, তুরস্ক তার নিজস্ব সীমায় যে কোন ঘাঁটি এবং যে কোন কিছুই করতে পারবে। কিন্ত সিরিয়ায় তুরস্ক ঘাঁটি স্থাপন করলে তা হবে অগ্রহণযোগ্য।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি আরো বলেন, এ ধরণের পদক্ষেপকে ইরান স্বাধীন সার্বভৌম যে কোন দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। তাই, এ ধরণের উদ্যোগ স্বাভাবিকভাবে ইরান ও অন্যান্য দেশের বিরোধিতার মুখে পড়বে।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: