odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

কঙ্গোয় বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ October ২০১৯ ২০:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ October ২০১৯ ২০:৩৫

 

এমবাঞ্জা-এনগুনুঙ্গু (ডিআর কঙ্গো), ২১ অক্টোবর, ২০১৯ সোমবার : ডি আর কঙ্গোয় বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। রাজধানী কিনশাসার কাছে যাত্রী বোঝাই একটি বাস রাস্তা পড়ে যাওয়ার পর এতে আগুন ধরে যায়।
রেডক্রসের মুখপাত্র ডেভিড নসিলা বলেন, দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৮ জন।
তিনি আরো জানান, লাশ সনাক্ত করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
এমবাঞ্জা-এনগুনুঙ্গু অঞ্চলের কর্মকর্তা দিদিয়ার এনসিম্বা বলেন, যাত্রী ও মালামাল বোঝাই বাসটি লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেদি শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি তার শোক ও সমবেদনা জানান। একইসঙ্গে তিনি জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যাওয়া বাতিল করেন। তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এমবাঞ্জা-এনগুনুঙ্গু রাজধানী কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এর হাইওয়ে-ওয়ান সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: