odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

আইএস গ্রুপের প্রধান বাগদাদি সাগরে সমাহিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ October ২০১৯ ২১:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ October ২০১৯ ২১:৫৮

 

ওয়াশিংটন, ২৯ অক্টোবর, ২০১৯ রবিবার  : ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের প্রধান আবু বকর আল বাগদাদিকে সাগরে সমাহিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তারা সোমবার এ খবর জানান।
একজন পেন্টাগণ কর্মকর্তা জানান, বাগদাদির দেহাবশেষ সাগরের অজ্ঞাত স্থানে ফেলে দেয়া হয়েছে। যেভাবে ২০১১ সালে ফেলা হয়েছিল আল কায়েদা নেতা ওবামা বিন লাদেনের লাশ।
আইএস প্রধান বাগদাদি ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে খেলাফত প্রতিষ্ঠা করে নিজেকে ‘খলিফা’ হিসাবে ঘোষণা করেছিল। সেই সময় থেকেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল সে। গত পাঁচ বছর ধরে তাকে হন্যে হয়ে খুঁজেছে মার্কিন বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে তাকে খুঁজে পায় মার্কিন বাহিনী।
বেশ কয়েকদিন ধরেই তার গতিবিধির উপরে নজর রাখছিলো মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দারা খবর পায়- বাগদাদিকে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে পাওয়ার প্রবল সম্ভাবনা’ রয়েছে। সে অনুযায়ী অভিযানের প্রস্তুতি নেয়া হয়।
মার্কিন বাহিনীর পাশাপাশি আমেরিকার বিখ্যাত ডেল্টা বাহিনীও অভিযানে অংশ নেয়। রোববার ভোরে ঘন্টাখানেকের অভিযানে প্রাণ হারায় বাগদাদি। তবে, মার্কিন বাহিনীর গুলিতে নয়, শরীরে বাঁধা সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে তিন সন্তানসহ আত্মঘাতী হয় বাগদাদি।



আপনার মূল্যবান মতামত দিন: