odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সপ্তাহব্যাপী সহিংসতায় ইরাকে কমপক্ষে ১শ’ নিহত, আহত ৫,৫০০

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ October ২০১৯ ১৪:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ October ২০১৯ ১৪:৩৭

ইরাকে সপ্তাহব্যাপী সহিংসতায় কমপক্ষে ১শ’ নিহত, আহত ৫,৫০০

 

বাগদাদ, ৩১ অক্টোবর, ২০১৯ বৃহস্পতিবার : ইরাকে সপ্তাহব্যাপী ব্যাপক সহিংসতায় কমপক্ষে ১শ’ জন নিহত ও সাড়ে পাঁচ হাজার আহত হয়েছে। গত ২৪ অক্টোবর ফের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এসব লোক হতাহত হয়। বুধবার জাতীয় অধিকার কমিশন একথা জানায়। খবর এএফপি’র।
ইরাকি মানবাধিকার কমিশন জানায়, নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। টিয়্যার গ্যাস ছোঁড়ায় দম বন্ধ হয়ে বা গুলির আঘাতে তারা নিহত হয়।
কোথায় এবং কখন তাদের মৃত্যু হয় সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনকিছু জানানো হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: