odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন জানুয়ারিতে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ November ২০১৯ ২০:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ November ২০১৯ ২০:০৯

 

ঢাকা, ৩ নভেম্বর, ২০১৯ রবিবার  : আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) ৫৩তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
কমিশন সচিব বলেন, ‘আজকের সভায় এই দুই সিটির নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১৫ নভেম্বরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
বিদ্যমান ভোটার তালিকা দিয়েই দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিটিতে ভোট করার এখনো সময় না হওয়ায় মার্চের শেষ দিকে অথবা তার পরে নতুন ভোটার তালিকা দিয়ে এ সিটিতে ভোটগ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: