odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ বঙ্গোপসাগরে

odhikar patra | প্রকাশিত: ৯ November ২০১৯ ১৯:১৯

odhikar patra
প্রকাশিত: ৯ November ২০১৯ ১৯:১৯

নারিকেল বাড়িয়া নামক স্থানে ঘূর্ণিঝড় 'বুলবুল'র কবলে পড়ে বঙ্গোপসাগরের এফ.বি. তরিকুল নামের একটি মাছধরার ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ রয়েছে। বরগুনার নলী বাজারের ট্রলার মালিক সোয়েব জানান, শুক্রবার সন্ধ্যায় নিরাপদ আশ্রয়ে আসার সময় ১৫ জেলেসহ তার ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ঝড় থেমে যাবার পর ট্রলারের সন্ধানে তিনি বের হবেন বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন: