odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১৫ নভেম্বর সাদেক হোসেন খোকার কুলখানি

odhikar patra | প্রকাশিত: ৯ November ২০১৯ ১৯:২৩

odhikar patra
প্রকাশিত: ৯ November ২০১৯ ১৯:২৩

সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দোয়া মাহফিল আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইসরাক হোসেন বলেন,  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকায় রবিবারের পরিবর্তে শুক্রবার (১৫ নভেম্বর) দোয়া মাহফিলের দিন নির্ধারণ করা হয়েছে। গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন মাঠে বাদ আসর বিকেল সাড়ে চারটায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর (সোমবার) নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ৭ নভেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয়। ওইদিন সন্ধ্যায় জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: